বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ঈদের পরদিন থেকে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতে। দর্শনার্থীদের ভীড়ে মুখর হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো। প্রচন্ড গরম উপেক্ষা করে ঈদ আনন্দ ভাগ করে নিতে পরিবার-পরিজন নিয়ে ভিড় জমিয়েছে বিনোদন কেন্দ্রগুলোতে। এদিকে ঈদকে ঘিরে নতুন রাইড সংযোজনের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয়েছে নরসিংদীর একমাত্র বৃহৎ ড্রিম হলিডে পার্ক। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে পার্কটিতে নানামুখী ব্যবস্থা নিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
এয়ার বাইসাইকেল, বাম্পার কার, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোষ্টার, ডেমু ট্রেন, সুইং চেয়ার, স্পিডবোট, জাম্পিং হর্স, লাফার কিংসহ আইস পাহাড়, অত্যাধুনিক ভিআর, নাইন-ডি, ক্যাবল কার, ওয়াটার পার্ক ও অনেক মজাদার সব রাইডসে আনন্দ উপভোগ করছে শিশুরা। পার্কটিতে পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী টানেলসহ বেশ কিছু স্থাপনা দর্শনার্থীদের মন কেড়েছে। এসব স্থানেও লক্ষ্য করা গেছে সকল বয়সী দর্শনার্থীর উচ্ছ্বাস।
দর্শনার্থীদের ভীড়ে মুখর হয়ে উঠেছে নরসিংদীর একমাত্র চিত্তবিনোদন কেন্দ্র ‘ড্রিম হলিডে পার্ক’। এখন পর্যন্ত রয়েছে দর্শনাথী ভিড়। সকাল থেকেই পার্কটির বিভিন্ন রাইড উপভোগ করেন দেশ ও দেশের বাইরে থেকে আসা দর্শনার্থীরা। ঈদের ছুটিতে সময় কাটাতে আত্মীয় স্বজন, পরিবারের সদস্য ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করছেন তারা। তবে প্রচন্ড গরম ও ব্যবস্থাপনার কিছু ত্রুটির কথা জানালেন দর্শনার্থীরা। তাছাড়া প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে বলে জানায় দর্শনার্থী।
নরসিংদী ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনায় রেখে প্রতি বছর পার্কটির আধুনিকায়নের কাজ করা হচ্ছে। দর্শনার্থীদের চাহিদার কথা ভেবে এই পার্কটিকে একটি আন্তর্জাতিক মানের পার্কে গড়ে তোলার ইচ্ছা রয়েছে। ঈদ উপলক্ষে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি। প্রবেশে লাগছে জনপ্রতি তিনশত বিশ টাকা। তবে ছোটদের জন্য রয়েছে ছাড়।
আপনার মতামত লিখুন :