ভারত থেকে বাংলাদেশে হাজার হাজার বানর


Buriganga News প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৪, ৪:০২ অপরাহ্ন /
ভারত থেকে বাংলাদেশে হাজার হাজার বানর

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ভারতের বনাঞ্চলে পর্যাপ্ত খাবার না থাকায় ভারত থেকে হাজার হাজার বানর এসেছে বাংলাদেশে। এতে বানরের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা।

ফেনীর ফুলগাজী উপজেলার ২নং মুন্সিরহাট ইউনিয়নের আওতাধীন পৈথারা, ফকিরের খিল, কামাল্লা, বদরপুর ও জামমুড়ার ভারত সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে এসেছে কয়েক হাজার বানর।

ত্রিপুরা রাজ্যের একজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভারতের বনাঞ্চলে পর্যাপ্ত খাবার না থাকায় খাবারের খোঁজে বানরের দল সীমান্তের কাঁটাতার পেরিয়ে দলবেঁধে আসছে লোকালয়ে। হানা দিচ্ছে ফসলের খেতে ও ফলের বাগানে। ফলে এসব এলাকার প্রান্তিক কৃষকরা বানরের হাত থেকে রক্ষা করতে পারছে না, আলু, বেগুন, বরবটি, সিমসহ বিভিন্ন সবজির বাগান।

স্থানীয় জনপ্রতিনিধি শাহাদাত হোসেন জানান, গেল দু-তিন মাস ধরে ভারত থেকে আসা বানরের অত্যাচারে অতিষ্ঠ এখানকার স্থানীয় বাসিন্দা এবং কৃষকরা। বানরগুলোকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য বন বিভাগের উদ্যোগ নেওয়া উচিত।

এ বিষয়ে বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, যেহেতু এরা নিরীহ প্রাণী এদের মারা যাবে না। আগুন জ্বালিয়ে ধোঁয়া দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বানরগুলোকে তাড়াতে হবে। সীমান্তবর্তী এলাকায় আমরা লোক পাঠাব এ বিষয়ে কৃষকদের সচেতন করার চেষ্টা করব।

 

 

 

আমাদের ফেসবুক পেইজ