বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ওলিয়ার মোল্যা (৬৫) নামে এক কৃষক খুন হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় দিঘলিয়া ইউয়িনের চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওলিয়ার মোল্যা চরদিঘলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওলিয়ার মোল্যার সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল চাচাতো ভাই রোকনউদ্দিন মোল্যার। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদের জন্য যায় ওলিয়ার। জমিতে যাবার পথে রোকউদ্দিনের দুই ছেলে রবিউল ও রিয়াদ দলবল নিয়ে ওলিয়ার মোল্যার ওপর আক্রমণ করে।
এ সময় তারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। পরিবারের লোজকন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ওলিয়ারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :