টিউবওয়েলে চাপ ছাড়াই উঠছে পানি, জ্বলছে আগুন!


buriganganews24 প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৩, ৯:০৫ অপরাহ্ন /
টিউবওয়েলে চাপ ছাড়াই উঠছে পানি, জ্বলছে আগুন!

কল চাপলেই পানি উঠবে এটাই স্বাভাবিক। কিন্তু চাপ ছাড়াই কলে পানি ও গ্যাস উঠছে পিরোজপুরের একটি টিউবয়েলে। আর এটি দেখতে ভির জমাচ্ছেন উৎসুক জনতা।

জানা যায়, পিরোজপুর পৌর শহরের ঝাটকাঠির সাহেবপাড়া এলাকার সুশিল চন্দ্রশীল তার বাড়িতে পানির প্রয়োজন মেটাতে সাতদিন আগে একটি টিউবয়েল স্থাপন করেন। এরপর থেকেই চাপা ছাড়াই টিউবয়েল থেকে অনবরত পানি পড়ছে। একপর্যায়ে শুক্রবার সন্ধায় এক ব্যক্তি ওই পানিতে দিয়াশলাইয়ের কাঠি ফেললে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই সেখানে লোকজনের ভির জমে যায়। অনেকে ছবি তুলে ফেইসবুকে দিলে সেটি আশপাশে ছড়িয়ে পড়ে।

বাড়ির লোকজন জানান, টিউবয়েল স্থাপনের পরপরই টিউবয়েল থেকে শুধু অনরগল পানি পরে যাচ্ছে। প্রথমে বিষয়টি তারা বুঝতে পারেনি। পরে পানিতে দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিলেই আগুন জ্বলে ওঠে। তখন তারা বুঝতে পারে যে গ্যাসের কারণে এমনটা ঘটতেছে। পরে প্রশাসনকে খবর দিলে তারা এসে টিউবয়েল স্থাপনের জায়গা পরিদর্শন করেন।

সদর উপজেলা ইউএনও মরিয়ম জাহান বলেন, ঘটনাটি শুনে শুক্রবার রাতেই সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আমাদের ফেসবুক পেইজ