বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : আকাশে উড়ন্ত অবস্থায় আগুন ধরে চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি গড়িয়ে পড়ে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায়। এর আগে বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুটে মািটতে অবতরণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় পাইলট অসীম জাওয়াদের মৃত্যু ঘটে।
বৃহপতিবার (৯ মে) বেলা পৌনে ১১টার দিকে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিমানের পাইলট ও কো-পাইলটকে উদ্ধার করে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) ভর্তি করা হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি অবস্থান করছে। এছাড়া উদ্ধার অভিযানে কাজ করছে বিমানবাহিনীর নিজস্ব ইউনিট। বিমানটির উদ্ধার কাজ চলছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ওয়াইএকে১৩০ উড্ডয়নের কিছুক্ষণ পরেই আগুন ধরে যায়। এ সময় বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুটে নেমে আসে। পরে বিমানটি টার্মিনালের বে এরিয়ায় বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। যুদ্ধবিমানের দুই পাইলটকে আহত অবস্থায় পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) ভর্তি করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পাইলট অসীম জাওয়াদের মৃত্যু ঘটে। আহত কো-পাইলট চিকিৎসা নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :