ফরিদপুরে তিন মাদক ব্যবসায়ী আটক


Buriganga News প্রকাশের সময় : মে ১২, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন /
ফরিদপুরে তিন মাদক ব্যবসায়ী আটক

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ফরিদপুরের সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দ হওয়া ১২ কেজি গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা।

গ্রেফতার হওয়া ওই তিন মাদক ব্যবসায়ী হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া এলাকার মৃত সৈয়দ আলী মুন্সীর ছেলে মতিউর রহমান মুন্সী (৪৫) ও আশিক মুন্সী (৩০) এবং একই উপজেলার হাজারীবাগ এলাকার গফুর মোল্যার ছেলে আজগর আলী মোল্যা (৩০)।

রবিবার দুপুর ২টার দিকে ফরিদপুরের আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কেশারদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মোহাম্মদ আব্দুল মতিন বলেন, গ্রেফতার হওয়া ওই তিন মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থান থেকে মাদক ক্রয় করে দীর্ঘদিন যাবত সালথায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই তিন মাদক গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

আমাদের ফেসবুক পেইজ