তাসকিন আহমেদের বিশ্বকাপ শেষ…


Buriganga News প্রকাশের সময় : মে ১৩, ২০২৪, ১:২৬ অপরাহ্ন /
তাসকিন আহমেদের বিশ্বকাপ শেষ…

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ছন্দেই ছিলেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকেই বল হাতে গতির ঝড় তুলেছেন এই পেসার। গতকাল শেষ টি২০-তে সুযোগ ছিল ব্যক্তিগত মাইলফলকের। পুরো সিরিজে দুর্দান্ত বল করা তাসকিনের দরকার ছিল ৩ উইকেটের। সেক্ষেত্রে দেশের ৮ম বোলার হিসেবে ২০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করতেন এই পেসার। কিন্তু মিরপুর শেরেবাংলার মাঠে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামা হয়নি তার। অবশ্য ছিটকে গেলেও সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

সামনেই টি২০ বিশ্বকাপ। বড় টুর্নামেন্টে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের অন্যতম ভরসার নাম তাসকিন আহমেদ। তবে আসর শুরুর আগেই তাকে নিয়ে এসেছে দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন এ পেসার। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি২০-তে খেলতে পারেননি তাসকিন। চতুর্থ টি২০-তে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে চার বাঁচাতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পাঁজরে ব্যথা পান তাসকিন।

সেই ম্যাচটি ৫ রানে জিতে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। তবে তাসকিনের ইনজুরি কতটা গুরুতর এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। সদ্য সমাপ্ত সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তাসকিন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি২০-তে রান বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। এখনো ব্যথা আছে তার। এজন্য পঞ্চম ম্যাচে খেলতে পারেনি সে। তাসকিন পর্যবেক্ষণে আছে। আমরা তার দেখাশোনা করছি।’

 

আমাদের ফেসবুক পেইজ