মোটোলক রিমোর্ট ও ফ্রিকোয়েন্সী যন্ত্র সামগ্রীসহ ০৩ জনকে গ্রেফতার


Buriganga News প্রকাশের সময় : মে ১৫, ২০২৪, ৩:৫৬ অপরাহ্ন /
মোটোলক রিমোর্ট ও ফ্রিকোয়েন্সী যন্ত্র সামগ্রীসহ ০৩ জনকে গ্রেফতার

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর মডেল ও শেরেবাংলা নগর এলাকায় হতে বিআরটিসি লাইসেন্স ও সরকারি অনুমোদন ব্যতীত জিপিএস ট্র্যাকার, ট্রেসলক জিপিএস ট্র্যাকার, মোটোলক রিমোর্ট ও ফ্রিকোয়েন্সী যন্ত্র সামগ্রীসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ১৪ মে ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৪:৪৫ ঘটিকা ও বিকাল ১৭:৫০ ঘটিকায় বিটিআরসি ও র‌্যাব-১০ লালবাগ ক্যাম্পের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল রাজধানী ঢাকার মিরপুর মডেল ও শেরেবাংলা নগর এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিআরটিসি লাইসেন্স ও সরকারি অনুমোদন ব্যতীত জিপিএস ট্র্যাকার, ট্রেসলক জিপিএস ট্র্যাকার, মোটোলক রিমোর্ট ও ফ্রিকোয়েন্সী যন্ত্র সামগ্রীসহ ০৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মাকসুদুল (৩৭), ২। মোঃ রহিম উদ্দিন (২৩) ও ৩। মোঃ রহিম উদ্দিন (২৭) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ৬৫টি জিপিএস ট্র্যাকার, ১৪০টি ট্রেসলক ট্র্যাকার, ১৯টি রিলে, ০৫টি মোটোলক রিমোর্ট ও ১৪টি সিম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কোন প্রকার সরকারি অনুমোদন বা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) এর লাইসেন্স ও প্রয়োজনীয় কারিগরী গ্রহণযোগ্যতা সনদ/অনাপত্তি সনদ ব্যাতীত অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নিকট অবৈধভাবে ভেহিকল ট্রাকিং সার্ভিস (ভিটিএস) সেবা প্রদান করে আসছিল। তারা এ পর্যন্ত সরকারের প্রায় ১১ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে বলে র‌্যাব জানতে পেরেছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত ২০১০) এ মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের ফেসবুক পেইজ