ভারি বৃষ্টি ও বন্যায় নিহত ৫০


Buriganga News প্রকাশের সময় : মে ১৮, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ন /
ভারি বৃষ্টি ও বন্যায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশ হড়কা বান-ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

শনিবার (১৮ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বেশ কিছুদিন ধরে দেশেটিতে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে হাজার হাজার গবাদি পশু মারা গেছে। শত শত হেক্টর কৃষি জমি, সেতু ও দোকান পানির নিচে তলিয়ে গেছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভয়াবহ বন্যায় কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে।

গত সপ্তাহে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর আফগানিস্তানে অন্তত ৩১৫ জন নিহত হয়েছেন।

আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ একটি দেশ। জাতিসংঘ জলবায়ু পরিবর্তনের জন্য আফগানিস্তানকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করে।

আমাদের ফেসবুক পেইজ