বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় ইরান জুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েই চলেছে। উদ্বেগ-উৎকণ্ঠায় থাকা ইরানিরা রাতভর তেহরানের রাস্তায় নেমে নিখোঁজদের জন্য দোয়া করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কেন্দ্রস্থল ভ্যালি-আসর স্কয়ারে মানুষকে রাস্তায় হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে দেখা গেছে।
রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের খবর শোনার পর তার নিরাপদে ফিরে আসার জন্য দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.)- এর মাজারে প্রার্থনা করেন হাজারও মানুষ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, পূর্ব আজারবাইজান প্রদেশে প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রোববার সন্ধ্যায় হাজারো মানুষ ইব্রাহিম রাইসির সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করতে ইমাম রেজা (আ.)- এর মাজারে জড়ো হন। এদিন ছিল শিয়াদের অষ্টম ইমাম রেজা (আ.)-এর জন্মবার্ষিকী।
রোববার (১৯ মে) একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদাফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন।
আপনার মতামত লিখুন :