বিনোদন ডেস্ক : দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় দিয়ে ইতোমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। নিজ গণ্ডির বাইরে প্রশংসা কুড়িয়েছেন বলিউডেও। অভিনয় দিয়ে যেমন সমালোচনায় থাকেন তিনি, তেমনই ভাইরাল ভিডিও দিয়েও খবরের শিরোনামে এসেছে তার নাম। যদিও ডিপফেকের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী।
তবে এখনও রেহাই পাননি রাশমিকা। চলতি বছর ফের ডিপফেকের শিকার হলেন তিনি। লিফট গার্লের পর এবার ঝরনার নিচে লাল বিকিনি পরে দাঁড়িয়ে পোজ দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে তার।
ভিডিও থাকা ওই নারীর সঙ্গে রাশমিকার মিল রয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও বিষয়টি সত্যি নয়, ভিডিওতে অন্য মহিলার মুখের উপর বসিয়ে দেওয়া হয়েছে অভিনেত্রীর ছবি। তবে এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেননি রাশমিকাফের ডিপফেকের শিকার রাশমিকা মান্দানা
আপনার মতামত লিখুন :