অভিযানে আরও তিন জিম্মির মৃত্যু


Buriganga News প্রকাশের সময় : জুন ১০, ২০২৪, ১২:২৬ অপরাহ্ন /
অভিযানে আরও তিন জিম্মির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় মার্কিন নাগরিকসহ আরও তিন জিম্মির মৃত্যু হয়েছে।

আজ (১০ জুন) হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসাম ব্রিগেডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস।
গাজার কেন্দ্রীয় অঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে চারজন জিম্মিকে উদ্ধারে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। হামাসের দাবি, ওই অভিযানেই তিন জিম্মি নিহত হন।

ইসরায়েলিদের উদ্দেশে এক ভিডিও বার্তায় আল-কাসাম ব্রিগেড বলেছে, শনিবার চার জিম্মিকে উদ্ধার করতে এসে আপনাদের সেনাবাহিনী নুসেইরাত ক্যাম্পে যে হত্যাকাণ্ড চালিয়েছে, সে সময় একই শিবিরে তারা তিন জিম্মিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও আছেন।

আল-কাসাম ব্রিগেড নিহত জিম্মিদের ছবিও সম্প্রচার করেছে ওই ভিডিওতে। তারা বলেছে, আপনাদের (ইসরায়েলি) সরকার অন্য জিম্মিদের বাঁচাতে অনেক জিম্মিকেই হত্যা করছে।একই ভিডিও বার্তায় আল-কাসাম ব্রিগেড ঘোষণা করেছে, আমাদের বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত আপনাদের জিম্মিদের মুক্তি দেওয়া হবে না।

আমাদের ফেসবুক পেইজ