বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই শিশুর মা মিনু বেগম (৩০)।
আজ (২২ জুন) সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার ধরের ব্রীজ এলাকার এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পটুয়াখালীর গরিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে খলিলুর রহমান (৩৫) ও তার ৮ মাস বয়সের ছেলে ইছাম। আহত হয়েছেন খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে পটুয়াখালী থেকে যশোরে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন খলিলুর রহমান। ধরের ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে বাবা ও তার ৮ মাস বয়সের ছেলে মারা যায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগমকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :