উর্বশী ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন


Buriganga News প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন /
উর্বশী ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় কিছু দিন আগে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, বাথরুমে নিজের পোশাক বদলাচ্ছেন অভিনেত্রী। অনেকে এটিকে ডিপফেক ভিডিও ভাবলেও অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

উর্বশী বলেন, ভিডিও ক্লিপ যেদিন ছড়িয়ে পড়ল, সেদিন কিছুটা মন খারাপ হয়েছিল। অবশ্যই এটা আমার ব্যক্তিগত জীবনের কোনো ভিডিও নয়। এটা ‘ঘুসপেটিয়া’ সিনেমার একটি অংশ। তিনি আরও বলেন, আমি চাই না, কোনো নারী এমন পরিস্থিতির সম্মুখীন হোন।

‘ঘুসপেটিয়া’ সিনেমাটি পরিচালনা করেছেন সুসি গানেশান। এতে উর্বশীর সঙ্গে অভিনয় করেছেন বিনীত কুমার সিং ও অক্ষয় ওবেরয়। সব ঠিক থাকলে আগামী ৯ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।প্রসঙ্গত, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী।

এরপর একই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্বও করেন তিনি। বর্তমানে তার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। চলতি বছর তার অভিনীত ‘ইন্সপেক্টর অবিনাশ’, ‘এনবিকে ১০৯’, ‘দিল হ্যায় গ্রে’সহ আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আমাদের ফেসবুক পেইজ