মধ্যনগরে স্কুলের সামনে থেকে ইয়াবা কারবারি গ্রেফতার


Buriganga News প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৪, ১:৪৮ অপরাহ্ন /
মধ্যনগরে স্কুলের সামনে থেকে ইয়াবা কারবারি গ্রেফতার

মধ্যনগরে স্কুলের সামনে থেকে জাহাঙ্গীর আলম নামে এক পেশাদার ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জাহাঙ্গীর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উওর বংশীকুন্ডা ইউনিয়নের সীমান্তগ্রাম গোলগাঁওর রবি মিয়ার ছেলে।

গত বুধবার মধ্যনগর থানার ওসি মো. সজিব রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে থানার একটি টিম মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সীমান্তবর্তী ভোলাগঞ্জ সর্বজনীন উচ্চ বিদ্যালয়ের সামনে ইয়াবা বিক্রয়কালে ইয়াবার চালানসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৯২পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারের পর মঙ্গলবার রাতেই জব্দকৃত আলামত দেখিয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
বুধবার ধর্মপাশা জুডিসিয়াল আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পেইজ