মো. মোশারফ হোসেন, দশমিনা প্রতিনিধি : “নারী-পুরুষ সমতা, রুখতে হবে সহিংসতা” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর দশমিনায় সোশ্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছে।
ইউএনএফপিএ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় বুধবার (২৯ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজীজ।
এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামছুন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ আবিদা নাসরিন জিতু, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন, দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মেহেদী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা রুমা বেগম, এআরডিও এসএম আরিফুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, এনজিও প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসডিএ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ন কবির স্বাগত বক্তব্যে কর্মশালার মূল পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, সমাজে নিপিড়িত, নির্যাতন ও সহিংসতার শিকার নারী, কিশোরী, কন্যা শিশু, ট্রান্স জেন্ডার, প্রতিবন্ধি ও নৃগোষ্ঠী নারী ও সর্বশ্রেণীর সাধারণ জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) পাঁচ বছরের পরিকল্পনা গ্রহন করেছে।
পটুয়াখালী জেলায় তিনটি উপজেলায় ১৮টি ইউনিয়নে কাজ শুরু করা হয়েছে মর্মে সভায় অবহিত করেন তিনি।
আপনার মতামত লিখুন :