লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিল যুবলীগ


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৩, ৬:২৭ অপরাহ্ন /
লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিল যুবলীগ

বুড়িগঙ্গা নিজস্ব ডেস্ক : লক্ষ্মীপুরে মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে রায়পুরের কেরোয়া এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশনায় প্রতিটি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুইয়া। এদিন শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এসময় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আয়োজকরা জানান, যুবলীগের মানবিক কর্মসূচি আওতায় পবিত্র মাহে রমজানে পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়। আমরা চেষ্টা করি সমাজের নিম্ন আয়ের মানুষ যাতে কষ্টে না থাকে, এজন্য এবারও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

এবার জেলার বিভিন্ন গ্রামে ৩ হাজার পরিবারের মাঝে ৩ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল দেওয়া হয়। খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র মানুষগুলো।

আমাদের ফেসবুক পেইজ