রাতে প্রাণ গেল সড়কে,দিনে নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন /
রাতে প্রাণ গেল সড়কে,দিনে নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ফেনীর ছাগলনাইয়া-ফেনী সড়কের কনট্রাকটর মসজিদ মাদ্রাসার সামনে শনিবার রাতে নিগার নারগিস(৪১) নামে এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহত নিগার নারগিসের বাড়ি ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে। তিনি জসিম উদ্দিন মজুমদারের স্ত্রী।

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় পলাশ জানান, তিনি গত শনিবার সকালে তাদের একই বাড়ির চারজনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন।

অভিযোগে তিনি বলেছেন, তারা দীর্ঘদিন বাড়িতে না থাকায় ওই চারজন তাদের জায়গাজমি দখল করার চেষ্টা করছেন এবং তাদের নির্মানাধীন বিল্ডিং ঘরের কাজ করতে দিবেনা বলে হুমকি দেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন। অভিযোগ পেয়ে একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেও গিয়েছিলেন।

ওসি জানান, বাড়িতে ইফতার করে গত শনিবার রাত পৌনে ৮টার দিকে ওই নারী স্বামী সন্তানসহ সিএনজি অটোরিকশা রিজার্ভ করে ফেনী যাচ্ছিলেন। তিনি অটোরিকশায় ডান পাশে বসা ছিলেন। তারা ফেনী হয়ে তাদের চট্টগ্রামের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। তার স্বামী সকালে অফিস করবেন এজন্য রাতেই তারা রওনা দেন।

তাদের অটোরিকশা কনট্রাকটর মসজিদ মাদ্রাসার সামনে পৌঁছলে সামনের গাড়ি ওভারটেক করতে গিয়ে বিপরীত থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ওই নারী মারাত্মকভাবে আহত হন। প্রচণ্ড আঘাতে মাথা ফেটে ঘটনাস্থলে তার একটি চোখ পড়ে যায়।

এঘটনায় তার স্বামী ও চালক আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে ওই নারীকে ফেনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ফেনী হাসপাতাল মর্গে রয়েছে।

পুলিশ দুই সিএনজি অটোরিকশা আটক করলেও চালক পলাতক এখনও পলাতক
রয়েছে।

আমাদের ফেসবুক পেইজ