লাস্যময়ী রূপে ক্যামেরাবন্দি হলেন রুনা


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৩, ২:৫৯ অপরাহ্ন /
লাস্যময়ী রূপে ক্যামেরাবন্দি হলেন রুনা

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নতুন রূপে দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী রুনা খান। একের পর এক ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। সম্প্রতি ফের লাস্যময়ী রুপে ক্যামেরায় ধরা দিলেন রুনা।

গত শনিবার (১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে কয়েকটি নতুন ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ওই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন-

হাতপাখাটার বাতাস খেতে খেতে।

হঠাৎ আমার চোখ পড়ে যায় উপরেতে।

মরচে পড়া গরাদে ঐ, ভাঙা জানালাখানি।

বসে আছে পাশের বাড়ির কালো মেয়ে নন্দরানি।

ওই ছবিগুলোতে দেখা যায়, রুনার পরনে রয়েছে একটি সবুজ রঙের টপস। সেই সঙ্গে ম্যাচিং করে সিল্কের একটি ঢোলা প্যান্ট পরেছেন তিনি। হালকা মেক-আপ, কানে বড় টপ কানের দুল ও কখনো খোপা আবার কখনও বা খোলা চুলে লাস্যময়ী রুপে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

 

আমাদের ফেসবুক পেইজ