বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের বঙ্গবুন্ধ সেতু গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩৬ লক্ষ টাকার ৩৬৩ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী মা ও মেয়েকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃতরা হলো রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিদিরপুর বারমাইল গ্রামের ইমরান আলীর মেয়ে শেফালী বেগম (৫০) এবং তার মেয়ে জেসমিন আক্তার সুরভী (২২)।
র্যাব জানায়, শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩৬ লক্ষ টাকার ৩৬৩ গ্রাম হেরোইন সহ মা ও মেয়েকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :