ঘোষণা দিল ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন /
ঘোষণা দিল ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর

বুড়িগঙ্গা নিজেস্ব ডেস্ক : সৌদি আরব এবং অন্যান্য ওপেক প্লাস তেল উৎপাদনকারীরা প্রায় ১.১৬ মিলিয়ন (১০ লাখ ১৬ হাজার) ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় রবিবার তারা এই ঘোষণা দেয়। এই ঘোষণার ফলে তেলের দাম আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তকে অবাঞ্ছিত বলে আখ্যা দিয়েছে।

রাশিয়া এবং অন্যান্য পেট্রোলিয়াম রপ্তানিকারক মিত্রদের নিয়ে গঠিত সংগঠন ওপেক প্লাস। সংবাদ সংস্থা রয়টার্সের মতে, এখন থেকে দৈনিক ৩.৩৬ মিলিয়ন ব্যারেল ( ৩৬ লাখ ৬০ হাজার ব্যারেল) তেল উৎপাদন করা হবে যা বিশ্বব্যাপী চাহিদার ৩ দশমিক ৭ শতাংশের সমান। সিদ্ধান্তটি ঘোষণা করা হয় ওপেক প্লাস মন্ত্রী পরিষদের একটি ভার্চুয়াল বৈঠকের ঠিক আগের দিন। যেখানে সৌদি আরব এবং রাশিয়াও অন্তর্ভুক্ত রয়েছে। চলতি বছর, ২০২৩ সালের শেষ পর্যন্ত তেল উৎপাদনের পরিমাণ কমিয়ে দৈনিক ২ মিলিয়ন (২০ লাখ ) ব্যারেলে নিয়ে আসা হবে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলারে নেমে এসেছে, যা ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন। তারপরও ওপেক প্লাস পরবর্তী যে পদক্ষেপগুলো নিয়েছিল বাজারকে সমর্থন করার জন্য প্রত্যাশিত ছিল না এবং অপরিশোধিত তেলের মূল্য আবার ৮০ ডলার বেড়ে যায়। সর্বশেষ তেল উৎপাদন হ্রাসের ঘোষণার ফলে তেলের দাম ব্যারেল প্রতি ১০ ডলার বাড়তে পারে বলে বিনিয়োগ সংস্থা পিকারিং এনার্জি পার্টনারস-এর প্রধান রবিবার জানিয়েছেন। তবে তেল বাজারের মধ্যস্থতাকারী সংস্থা পিভিএম বলেছে, সপ্তাহান্তের পরে ট্রেডিং শুরু হলে তা অবিলম্বে বেড়ে যাবে।

আমাদের ফেসবুক পেইজ