বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়া একটি বাস বিপরীতদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন মারা যায়। এ সময় বাসের চালক মো: জাকির হোসেনকে (৩৬) স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেন।
নিহতরা হলেন- মিরসরাই উপজেলার অঞ্জনা বেগম (৩৬), বোয়ালখালী উপজেলার মো. সেলিম (৪০), পটিয়ার করনখাইন এলাকার বাবুল দে (৬০) ও অজ্ঞাতনামা আরো একজন। ঘটনাস্থল থেকে আরো দুইজনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, ‘বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালীর হাওলা দরবার শরীফে এসেছিল। ফেরার পথে আরকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই মারা যান। আহত দুই জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
আপনার মতামত লিখুন :