মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৩, ৪:১৯ অপরাহ্ন /
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গত সোমবার (১৭ এপ্রিল) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৮ এপ্রিল) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ৬৭৩ পিস ইয়াবা ছাড়াও ২৬ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২২টি মামলা করা হয়েছে।

আমাদের ফেসবুক পেইজ