অবৈধ দোকান উচ্ছেদ করল ডিএনসিসি


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৩, ৭:২৮ অপরাহ্ন /
অবৈধ দোকান উচ্ছেদ করল ডিএনসিসি

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ফুটপাতে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে অভিযানে চালিয়ে এসব দোকান উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনা করেন অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন আগারগাঁও মাহবুব-মোর্শেদ সরণির প্রধান সড়কের দু’পাশের ফুটপাত দখল করে রাখা ১০০টির বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

মোতাকাব্বীর আহমেদ বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পেইজ