স্কুলছাত্রীর আত্মহত্যা


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৩, ৪:৫৮ অপরাহ্ন /
স্কুলছাত্রীর আত্মহত্যা

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : নওগাঁর মান্দায় আশা মুনি (১৫) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে । ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের মৃধা পাড়ায়। নিহত স্কুলছাত্রী উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের মৃধা পাড়ার মৃত নাসের উদ্দিনের নাতনী এবং ২ নং ভালাইন ইউনিয়নের মদনচক গ্রামের ভ্যানচালক আক্কাস আলীর মেয়ে ।

স্থানীয়রা জানান, আশার নানার মৃত্যুর পর থেকে দীর্ঘদিন যাবৎ তারা স্ব-পরিবারে তার নানার বাড়িতেই অবস্থান করতো। কিন্তু আজ হঠাৎ করেই সবার অগোচরে আশা মুনি তার নানার বাড়িতে শয়নঘরে তালার তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সতীহাটের জি.এস বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ ম শ্রেণীতে লেখাপড়া করত এবং দীর্ঘদিন ধরে মানষিক রোগে ভুগছিল বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পেইজ