দশমিনায় কৃষি মাঠ দিবস ও কারিগরি আলোচনা


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ৭:৫০ অপরাহ্ন /
দশমিনায় কৃষি মাঠ দিবস ও কারিগরি আলোচনা

বুড়িগঙ্গা নিজেস্ব ডেস্ক : পটুয়াখালীর দশমিনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে‌।

সোমবার (৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে মাদ্রাসা সংলগ্নে কৃষক কিষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে বেতাগী সানকিপুর ইউনিয়নে চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টুর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. খায়রুল ইসলাম মল্লিক, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখলী

স্বাগত বক্তব্য উপজেলা কৃষি অফিসার মো. জাফর আহমেদ বলেন, আমন ধান কাটার পর জমি ফেলে না রেখে তেল জাতীয় ফসল হিসাবে উচ্চ ফলনশীল জাতের সূর্যমুখী আবাদ করে কৃষক আবার আউশ চাষ করতে পারবে। এর মধ্য দিয়ে দু’ফসলী জমিতে তিন ফসল চাষের আওতায় আসবে। এছাড়াও উৎপাদিত সূর্যমুখী নিজেদের পারিবারিক তেলের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ফসল বিক্রি করেও লাভবান হবেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, চলতি রবি মৌসুম ব্রাক উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত চাষ করে কৃষকরা আগের চেয়ে বেশি ফলন পাবে। এতে তেলের উৎপাদন বৃদ্ধি পাবে। কম জমিতে কৃষক অধিক তেল ফসল উৎপাদন করে লাভবান হবেন।

আমাদের ফেসবুক পেইজ