আগুন নিভা‌তে গি‌য়ে ব্যবসায়ীর মৃত্যু


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৩, ১:২২ অপরাহ্ন /
আগুন নিভা‌তে গি‌য়ে ব্যবসায়ীর মৃত্যু

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ভোলার শহ‌রের জা‌মিরালতা এলাকার এক‌টি তুলার গোডাউ‌নে অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনায় গোডাউনসহ তিন‌টি বসতঘর পু‌ড়ে গে‌ছে।

আগুন নিভা‌তে গি‌য়ে শ্বাসক‌ষ্টে মো. ইব্রাহীম না‌মে এক ব্যবসায়ীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। তি‌নি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়া‌র্ডের আবুল তা‌রেকের ছে‌লে।

গত সোমবার রাত ১০টার দি‌কে ভোলার শহ‌রের জা‌মিরালতা এলাকার এ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে।

ভোলা ম‌ডেল থানার ও‌সি মো. শাহীন ফ‌কির ও স্থানীয়রা জানান, গত সোমবার রাত আনুমা‌নিক ১০ টার দি‌কে ওই এলাকার মো: আলী হো‌সে‌নের তুলার গোডাউ‌ন থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়। এতে তিন‌টি বসতঘর পু‌ড়ে গে‌ছে। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের তিন‌টি ইউ‌নিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চা‌লি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আ‌নে।

তি‌নি আ‌রও জানান, আগুন নিভা‌তে গি‌য়ে শ্বাসক‌ষ্টে জ্ঞান হা‌রি‌য়ে ফে‌লেন ইব্রাহীম। প‌রে তা‌কে সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে সেখানকার চি‌কিৎসকরা তা‌কে মৃত বলে ঘোষণা ক‌রেন।

আমাদের ফেসবুক পেইজ