ইউনিয়নে সুপেয় পানির তীব্র সংকট


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৩, ৭:৪৩ অপরাহ্ন /
ইউনিয়নে সুপেয় পানির তীব্র সংকট

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : পাইকগাছার গড়ইখালী ইউনিয়নে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সংকট নিরসনে সরকারি এবং বেসরকারিভাবে নানা উদ্যোগ নিলেও এখনো ইউনিয়নের বেশীরভাগ মানুষ সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।বঞ্চিত পরিবারের নারীদের প্রতিদিন পানির জন্য সংগ্রাম করতে হয়। কোথাও কোথাও সপ্তাহে ১ দিন মেলে সুপেয় পানি।

উল্লেখ্য, উপজেলার প্রতিটি এলাকায় রয়েছে সুপেয় পানির সংকট। তবে সুন্দরবনের কোল ঘেষে শিবসা ও মিনহাজ অববাহিকায় অবস্থিত উপজেলার গড়ইখালী ইউনিয়ন।

এই ইউনিয়নে চারিপাশে পানির ছড়া-ছড়ি থাকলেও সুপেয় পানির বড়ই অভাব। ইউনিয়নের নদ-নদীর পানি যেমন লবণ, ভ‚গর্বস্থ পানিও তেমনি লবণ ও আয়রণ যুক্ত।

ফলে এলাকার মানুষের খাওয়ার পানির অন্যতম উৎস হচ্ছে পুকুর ও বৃষ্টির পানি সংরক্ষণ। ইতোমধ্যে সরকারি এবং বেসরকারিভাবে ট্যাংকি বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু চাহিদার তুলনায় তা যথেষ্ঠ না হওয়ায় এখনো বেশীরভাগ মানুষ সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
যেদিন পানি দেওয়া হয় সেদিন পানি নেওয়ার জন্য অনেকটাই যুদ্ধ করতে হয় এলাকার নারীদের। গৃহবধু ফাতেমা বেগম জানান, একদিন পানি নিয়ে ১ সপ্তাহ চলে না। অন্যান্য উৎসের মাধ্যমে বাকি ৬ দিনের পানি সংগ্রহ করতে হয়।

কোথাও কোথাও কয়েক কিলোমিটার পায়ে হেটে গিয়ে পানি সংগ্রহ করতে হয়। কোথাও আবার নছিমন-করিমন ও ইঞ্জিন ভ্যানের মাধ্যমে পানি সংগ্রহ করা হয়। ইউনিয়ন পরিষদের পাশেই ফকির আলমশাহ নামে একটি পুকুর রয়েছে।

বেসরকারি একটি সংস্থা পুকুরের পানি ফিল্টার করে পাইপের মাধ্যমে গড়ইখালী ও আশপাশ এলাকায় সরবরাহ করে থাকে। এলাকার বিভিন্ন স্থানে ১২টি পয়েন্ট স্থাপন করা হয়েছে। এসব এক একটি পয়েন্টে সপ্তাহে একদিন পানি দেওয়া হয়।

এছাড়া পানি নিতে গিয়েও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু জানান, সরকারি এবং বেসরকারিভাবে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে পানির ট্যাংক বিতরণ ও বিভিন্ন স্থানে পানির পয়েন্ট স্থাপন করা হয়েছে।

কিন্তু ইউনিয়নটি লবণাক্ত এলাকায় হওয়ায় এখানো ইউনিয়নের বেশীরভাগ মানুষকে সুপেয় পানির সুবিধার আওতায় আনা সম্ভব হয়নি। তবে ইউনিয়ন পরিষদ থেকে সবধরণের চেষ্টা অব্যাহত রয়েছে।

আমাদের ফেসবুক পেইজ