বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : বঙ্গবাজার মার্কেটের মূল আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট সারা রাত কাজ করছে। মূলত ফায়ার সার্ভিসের সদস্যরা ডাম্পিংয়ের কাজ করছেন। হঠাৎ আগুনের দেখা মিলছে কিছু কিছু জায়গায়।
বুধবার ভোররাতে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন। তিনি বলেন, বঙ্গবাজার মার্কেটের মূল আগুন নিয়ন্ত্রণে এসেছে গত মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে। এরপর আগুন নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজের জন্য ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট ভোর রাতেও কাজ চালিয়েছে।
জানা গেছে, মধ্যরাতেও কিছু বহিরাগত মানুষ এসে আগুন লাগা মার্কেটে এসে বিভিন্ন জিনিসের খোঁজ করছেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা নেয়।
আগুন নিয়ন্ত্রণের কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক মাইন উদ্দিন। আগুন নেভাতে সকাল থেকে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ শুরু করে। এরপর সেখানে নির্বাপণ কাজে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যসহ র্যাব, বিজিবি ও ওয়াসার সদস্যরা।
অগ্নিকাণ্ডে কারও প্রাণহানি না ঘটলেও উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের একাধিক সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মার্কেটের অধিকাংশ দোকানের মালামাল পুড়ে গেছে। ঈদ ঘিরে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।
ব্যবসায়ীদের অনেকে জানিয়েছেন, তারা ঈদ সামনে রেখে ঋণ ও ধার করে দোকানে নতুন মাল তুলেছিলেন। আগুন লাগার ঘটনায় তাদের অনেকে নিঃস্ব হয়ে পথে বসেছেন।
আপনার মতামত লিখুন :