বজ্রপাতে কৃষকের মৃত্যু


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৩, ৭:০৭ অপরাহ্ন /
 বজ্রপাতে কৃষকের মৃত্যু

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : চট্টগ্রাম ফটিকছড়ির হারুয়ালছড়িতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক মো.মালেক (৫০) পূর্ব ফটিকছড়ি গ্রামের দানু মিয়ার বাপের বাড়ির মো.ইছমাইলের ছেলে।

বুধবার (৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে বৃষ্টি বজ্রপাতের সময় মালেক গরু নিয়ে আসার জন্য গেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় মো.হেলাল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল, এমন সময় নিহত মালেক গরু নিয়ে আসতে গেলে এসময় বজ্রপাতে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমাদের ফেসবুক পেইজ