হকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৩, ৮:০৫ অপরাহ্ন /
হকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : রাজধানীর কমলাপুরে রেলস্টেশনের ৬ নম্বর প্লাটফর্মের একটি পিলার থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নয়ন প্রকাশ হেমারি (২৮)। তিনি ট্রেনে হকারি করে পানি বেচতেন।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, গত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মের ২০ নম্বর পিলারের রেলিয়ের সঙ্গে গলায় রশি দিয়ে পেচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মোখলেছুর রহমান আরও জানান, জানতে পেরেছি তার নাম নয়ন প্রকাশ হেমারি। তিনি ট্রেনে হকারি করে পানি বিক্রি করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অস্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আমাদের ফেসবুক পেইজ