বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : মাইলের পর মাইল জুড়ে নদী গিলছে বসতভিটাসহ আবাদী জমি। নিয়তির ওপর ভর করে বেঁচে থাকার লড়াই করছে নদী পারের অসহায় মানুষেরা। ওপার থেকে আসা পানিতে ভাসছে তিস্তার জিরো পয়েন্ট। মরুর বুকে যেন একটুকরো জলাশয়। ধু ধু বালুর প্রান্তরে স্রোতস্বিনী তিস্তার আগ্রাসী রূপ। নীলফামারীর ডিমলায় তিস্তার জিরো পয়েন্টে ভাঙছে নদী। গত দশ দিনে ডান তীর বাঁধের দুই কিলোমিটার এলাকা গিলে খেয়েছে এই নদী। নজর নেই সংশ্লিষ্টদের। বর্ষার আগেই বাঁধ শক্ত করা না হলে বড় ক্ষতির শঙ্কা এলাকাবাসীর।
ভাঙন রোধে পরিকল্পিত উদ্যোগ নেয়া হলেও নেই বাস্তবায়ন। এতে বেকায়দায় স্থানীয় জনপ্রতিনিধি। আর তিস্তা মহা পরিকল্পনার কারণে সব উদ্যোগ ঝুলে আছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের।
ভারতের সিকিম, পশ্চিমবঙ্গ হয়ে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা কুডিগ্রামের ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিশেছে তিস্তা। এ নদীর দৈর্ঘ্য ৩১৫ কিলোমিটার হলেও বাংলাদেশ অংশে ১৬৫ কিলোমিটার।
আপনার মতামত লিখুন :