গুলিস্তানে আবার আগুন


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৩, ৯:৩৯ পূর্বাহ্ন /
গুলিস্তানে আবার আগুন

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ভয়াবহ ক্ষত নিয়ে যখন ধ্বংসস্তূপে পরিণত বঙ্গবাজার মার্কেট তখন তার পাশের আরেকটি মার্কেটে শনিবার সকালে আগুন লাগার খবর আসে গণমাধ্যমে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সে মার্কেটের ব্যাবসায়ীরা। ঈদের আগে এ ধরণের ঘটনা তাদের মনবলকে এক্কেবারে ভেঙ্গে দিয়েছে বলে জানান অনেকে।

রাজধানীর বঙ্গবাজার এলাকায় আবারও আগুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবাজারের বিপরীত পাশে ইসলামিয়া মার্কেটে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল অপারেটর মো. ফরহাদুল আলম আজ শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৪২ মিনিটের দিকে বলেন, আমরা ৮টা ৫মিনিটের দিকে বঙ্গবাজারের বিপরীত পাশে ইসলামিয়া মার্কেটে ধোঁয়া দেখার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এক মিনিট পরই ফায়ার সার্ভিসের গাড়ি পৌছায়। আমরা অতিরিক্ত সতর্কতার জন্যে ১৪টি ইউনিট পাঠিয়েছি।

মো. ফরহাদুল আলম আরও বলেন, বঙ্গবাজারের আগুনে ওই মার্কেটও আংশিক পুরে গিয়েছিল। সেই আগুন না কি নতুন করে আগুন লেগেছে, তা আমরা নিশ্চিত নই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা করছে।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গ বাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগলো। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

 

আমাদের ফেসবুক পেইজ