ক্রীড়া ডেস্ক : কলকাতা নাইটরাইডার্স দলের সঙ্গে আজ যোগ দেওয়ার কথা লিটন দাসের। তবে আহমেদাবাদের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না। তিনি কলকাতায় থাকবেন। নাইটরাইডার্স জানিয়েছে, ঢাকা থেকে কলকাতায় আসবেন লিটন।
দল এই মুহূর্তে আহমেদাবাদে রয়েছে। সেখানে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ রয়েছে কেকেআরের। সেই ম্যাচ খেলে কলকাতায় ফিরবে কেকেআর। তখন দলের সঙ্গে যোগ দেবেন লিটন। পরের ম্যাচ থেকে লিটনকে খেলাতে পারবে কেকেআর। কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল।
হায়দরাবাদের বিপক্ষে কলকাতায় হবে সেই ম্যাচ। সাকিব আল হাসান ও লিটনকে নিলামে কিনতে দুই কোটি রুপি খরচ করেছিল কেকেআর। সাকিব আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার বদলে জেসন রয়কে দলে নেয় কলকাতা। এদিকে মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। যাবেন লিটনও।
আপনার মতামত লিখুন :