বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক নেত্রকোনা সদর বারহাট্রা আসনের সাবেক এম পি গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ মন্ত্রী আরিফ খান জয় গত কাল রবি বার বিকেলে নেত্রকোনা পৌর শহরের ছোট বাজার রোডে পাঁচ শত পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
পবিত্র রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরিব, দুস্থ ও ভাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন
এ সময় আরিফ খান জয় বলেন , মানুষ মানুষের জন্য ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গরিব, দুস্থ ও ভাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। রমজান মাসব্যাপী সারা দেশেই আমাদের এই কার্যক্রম চলছে। ব্যক্তিগতভাবে আমি নেত্রকোনার বিভিন্ন স্থানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
আপনার মতামত লিখুন :