বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগের নির্বাচনগুলো অবাধ্য সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এবারও সেভাবে হবে।
সোমবার বিকেলে চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মির্জা ফখরুলদের কাছে যে কোনো কিছুই ফাঁদ মনে হয়। তার কারণ তাঁরা সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক ধারায় নেই। তাঁরা সবার জন্য সারাক্ষণ ফাঁদ পাততে পাততে এখন কিছু দেখে ফাঁদই মনে করেন। তাদের চিন্তা একটি বিকৃত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারের সদিচ্ছা সময়মত একটি নির্বাচন করা। সেটাকেও তারা ফাঁদ হিসেবে দেখছেন। তাঁরা যত দ্রুত সুস্থ ধারায় ফিরে আসতে পারবেন, তাদের জন্য মঙ্গল, দেশের জন্যও মঙ্গল।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান বাবুল, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস প্রমুখ।
আপনার মতামত লিখুন :