পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘ‌র্ষে প্রাণ ১ জনের


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৩, ৬:০৮ অপরাহ্ন /
পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘ‌র্ষে প্রাণ ১ জনের

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় পিকআপের সঙ্গে মোটরসাই‌কেলের মুখোমুখি সংঘ‌র্ষে ইউনুছ (১৮) না‌মে এক ক‌লেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১২ এপ্রিল) সকা‌লে উপ‌জেলার গোম‌তি ই‌উনিয়‌নের বান্দরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত ইউনুছ মা‌টিরাঙ্গা সরকা‌রি ডিগ্রি ক‌লেজের প্রথম বর্ষের ছাত্র ও‌ গোম‌তি গরগ‌রিয়ার সহেব মিয়ার ছে‌লে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গার বান্দরছড়া থেকে মোটরসাই‌কেল নি‌য়ে আসার সময় পিকআপের সঙ্গে সংঘর্ষে চালকসহ গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চিকিৎসক ইউনুছ‌কে মৃত ঘোষণা ক‌রেন। অপরজন (চালক) ইয়া‌ছিনকে উন্নত চি‌কিৎসার জন‌্য চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠায়। ঘটনার পর পিকআপের চালক পলাতক।

মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন।

আমাদের ফেসবুক পেইজ