বৃদ্ধার মাথা বিচ্ছিন্ন করে ডোবায় ফেলল যুবক


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ন /
বৃদ্ধার মাথা বিচ্ছিন্ন করে ডোবায় ফেলল যুবক

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার ব্যাংরুই গ্রামে বৃদ্ধাকে বটি দিয়ে গলা কেটে খুন করেছে বলে অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (১৫ এপ্রিল) মানিকগঞ্জ সর থানার ওসি আবদুর রউফ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা পৌনে ১১টায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত সিরাজ মাস্টারের স্ত্রী রাবেয়া বেগম (৭০)। অভিযুক্ত ব্যক্তি ব্যাংরুই গ্রামের মো. আলাল উদ্দিনের মাদকাসক্ত ছেলে মো. শুকুর আলী। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানান, শনিবার বটি দিয়ে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে মরদেহটি নিহতের বাড়ির পাশের বাঁশঝাড়ের ডোবায় ফেলে দেওয়া হয়। খুনের শিকার রাবেয়া বেগমের বাড়ির লাগোয়া পূর্ব পাশের বাড়িটি ঘাতকের বাড়ি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ এর কোনো মোটিভ জানতে পারেনি।

মানিকগঞ্জ সর থানার ওসি আবদুর রউফ সরকার জানান, শনিবার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতককে আটকের চেষ্টা চলছে।

 

আমাদের ফেসবুক পেইজ