স্পোর্টস ডেস্ক : সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলির তিক্ততা বেড়েই চলেছে। আইপিএলে শনিবার ব্যাঙ্গালুরু-দিল্লি ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের শুভেচ্ছা বিনিময়ে কোহলিকে এড়িয়েছেন সৌরভ।
কোহলি আগেই ইনস্টাগ্রামে সৌরভকে ‘আনফলো’ করেছেন। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রধান তবুও তার ফলোয়িং লিস্টে রেখেছিলেন কোহলিকে। তবে বেলা গড়াতেই পালা বদল। সৌরভের ফলো করার তালিকায় আর নেই কোহলির নাম।
ইনস্টাগ্রামে সৌরভ, কোহলি কেউ কাউকে ফলো করছেন না
কিন্তু তাদের মধ্যে ওই তিক্ততা কী নিয়ে? সংবাদ মাধ্যম দাবি করেছে, বিরাট কোহলি যখন তিন ফরম্যাটে ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি ছিলেন তখন বোর্ড প্রেসিডেন্ট। বিরাট তখন তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে যান।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ তখন মিডিয়ার কাছে বলেছিলেন, নির্বাচক কমিটি ও বোর্ড চেয়েছিল বিরাট অন্তত টি২০ ফরম্যাটে নেতৃত্ব দিক।
পরেই বিরাট দাবি করেন যে, বোর্ড প্রেসিডেন্ট কিংবা নির্বাচকদের পক্ষ থেকে টি-২০ নেতৃত্বের ব্যাপারে তার সঙ্গে কোন আলাপ করা হয়নি। এরপর থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক শীতল হয়েছে বলে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :