আহত ১০ চন্দ্রিমা উদ্যানের পাশে বাস উল্টে


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৩, ৭:০৬ অপরাহ্ন /
আহত ১০ চন্দ্রিমা উদ্যানের পাশে বাস উল্টে

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগর এলাকার চন্দ্রিমা উদ্যানের পাশে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য স্থানে চিকিৎসা দেওয়া হয়।

শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস সকাল ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিলেন। উল্টে যাওয়ায় বাসের কাঁচ ভেঙে যায়। চালকও আহত হন। তার সহকারী পালিয়ে গেছেন। পরে পুলিশ গিয়ে রেকার দিয়ে বাসটি টেনে থানায় নিয়ে যায়। এ ঘটনায় চালক-হেলপারের কোনো গাফিলতি ছিল কি-না তা খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

আমাদের ফেসবুক পেইজ