বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ষোলঘর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আরিফ (৩২)। তিনি নড়িয়া উপজেলার শরীয়তপুরের বাসিন্দা।
শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহত দুজন এবং আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আপনার মতামত লিখুন :