বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, বার্ষিক মোট চাহিদার ৩০ ভাগ গ্যাস আসবে কৃষ্ণসাগরে অবস্থিত কূপ থেকে।
বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানে এরদোগান এ কথা বলেন। তিনি বলেন, কৃষ্ণসাগরে অবস্থিত কূপগুলো পুরোপুরি উৎপাদনে গেলে দেশের মোট গ্যাসের চাহিদার এক তৃতীয়াংশ পূরণ হবে সেখান থেকে। খবর ইয়েনি সাফাকের।
জংগুলডাক এলাকায় এক অনুষ্ঠানে এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, আবিস্কারের তিন বছরের কম সময়ে সাগর থেকে ওই গ্যাস আহরণ করতে যাচ্ছে তুরস্ক।
এরদোগান বলেন, সাকারিয়া গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনমিটার, এবং নতুন কূপ থেকে আরও ৪০ ঘনমিটার গ্যাস পাওয়া যাবে।
এতে করে বিদেশি জ্বালানির ওপর নির্খরতা কমবে বলে নির্বাচনের আগে আরেকটি সুসংবাদ দেন জাতিকে।
আপনার মতামত লিখুন :