বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে একে একে ২৮ টি খড়ের পালায় এবং বসতবাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।গত ২৩ -৪ ২০২৩ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব বাউফল কার্যালয় সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, মানববন্ধন শেষে ভুক্তভোগীরা বাউফল পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে, এ প্রতিবাদ সভায় চন্দ্রপাড়া গ্রামের প্রায় দুই শতাধীক স্থানীয় জনগণ উপস্থিত হয়েছে। মানববন্ধনে ভুক্তভোগী মোঃ রশিদ মীর বলেন দুই মাস ধরে চন্দ্রপাড়ায় ২৮ টি খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে, বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় প্রশাসন এখনও দূর্বৃত্ত কারীদের সনাক্ত করতে পারেনি,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা কে অবহিত করা হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই, ভুক্তভোগী মোঃ মন্টু হাওলাদার বলেন অবিলম্বে দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হোক, এ দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস বাউফলে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের লিডার পরেশ চন্দ্র পাল বলেন চন্দ্রপাড়ায় আগুন নিভাতে নিভাতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি ক্লান্ত হয়ে পড়েছে এলাকার জনগণ, আমরা প্রশাসন সহ উর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি।
এ বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন চন্দ্রপাড়া এলাকাকে আমরা পুলিশ নজরদারিতে রেখেছি, অচিরেই দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :