বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : রাজধানীর কারওয়ানবাজার টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে৷
গত রোববার রাতে (২৩ এপ্রিল) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টা ২১মিনিটে আগুন লাগার সংবাদ আসে নিয়ন্ত্রণ কক্ষে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি বলেএ জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :