ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা


Buriganga News প্রকাশের সময় : মে ১৩, ২০২৪, ১২:২০ অপরাহ্ন /
ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : রাজধানীতে মাসুদুর রহমান নামের এক ব্যবসায়ী ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন ।

রোববার (১২ মে) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। তিনি জানান, কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল গ্রামের আবুল হাসেমের পুত্র মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়, দুদকে দাখিল করা মাসুদুর রহমানের সম্পদ বিবরণী পর্যালোচনা ও অনুসন্ধানে তার জ্ঞাত আয় বহির্ভূত আট কোটি ৪২ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যা তিনি ভোগ দখলে রেখে দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আমাদের ফেসবুক পেইজ