বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়ায় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ সুমন (২৭) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। তিনি ভোলা জেলার তমিজউদ্দিন থানার ঘুষেরহাওলা গ্রামের আবুল কাশেমের ছেলে।
সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় চট্টগ্রামমুখী চলন্ত অজ্ঞাতনামা গাড়ির পিছনে স্বজোরে ধাক্কা দেয় মালবাহী ট্রাক(ঢাকামেট্রো-শ-১১-১৬৬৫)। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন ট্রাক চালক মোঃ সুমন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, ‘আইনী প্রক্রিয়া শেষে নিহত ট্রাক চালক সুমনের লাশ স্বজনদের কাছে হস্তান্তরর করা হয়েছে’।
আপনার মতামত লিখুন :