কলকাতায় এমপি আনারের মরদেহ উদ্ধার : আসাদুজ্জামান খান


Buriganga News প্রকাশের সময় : মে ২২, ২০২৪, ১:৪২ অপরাহ্ন /
কলকাতায় এমপি আনারের মরদেহ উদ্ধার : আসাদুজ্জামান খান

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : বাংলাদেশের নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতার নিউটাউন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২২ মে) সকালে গণমাধ্যমকে তিনি জানান, ‘ভারতের এক ডিআইজির উদ্বৃতি দিয়ে আমাদের পুলিশ বলেছে আনোয়ারুল আজিমের মরদেহ পাওয়া গেছে কলকাতায়। কিন্তু বিষয়টি নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত তথ্য নেই আমাদের কাছে। আমাদের আইজি ডিটেইলস খবর নিচ্ছে। সব নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানাব আমি।’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনারের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি গণমাধ্যম সূত্রে। তবে ইন্ডিয়ান বা কলকাতা পুলিশ আমাদের এখনো কিছু নিশ্চিত করেনি। তিনি জীবিত নাকি মৃত তা এখনো অফিসিয়ালি নিশ্চিত নই। আমরা যৌথভাবে কাজ করছি। তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইছে তা আমরা দিচ্ছি।’

আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ জানিয়েছেন, এমপি আনারকে হত্যা করা হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

কলকাতা পুলিশ বলছে, ভারতে চিকিৎসা করতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনারের লাশ কলকাতার নিউটাউন থেকে উদ্ধার করা হয়েছে।

আমাদের ফেসবুক পেইজ