নকলায় স্বাধীনতা ও জাতীয় দিবসে উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প


Buriganga News প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৩, ৫:৫২ অপরাহ্ন /
নকলায় স্বাধীনতা ও জাতীয় দিবসে উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

অর্নব রায়, নকলা প্রতিনিধি: শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ নকলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মার্চ) সকালে পৌরশহরের শহীদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন।

ক্যাম্পে আগত দরিদ্র, অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, ওষুধ বিতরণ করা হয়।

এসসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, বিএডিসি (টিসি) হিমাগারের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. ইসহাক আলী, প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আয়ুর্বেদ চিকিৎসক জাহাঙ্গীর হোসেন আহমেদ, সাংবাদিক শফিউল আলম লাভলু, হামদর্দ নকলা শাখার ব্যবস্থাপক মো: রুহুল আমিন, বিক্রয় প্রতিনিধি সোলায়মান হোসেন, অফিস সহকারি মো. রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পেইজ