গুলশানে পুলিশের গুলিতে পুলিশ নিহত


Buriganga News প্রকাশের সময় : জুন ৯, ২০২৪, ১২:২৫ অপরাহ্ন /
গুলশানে পুলিশের গুলিতে পুলিশ নিহত

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের রাজধানীর গুলশানে এক পুলিশ সদস্যের গুলিতে অন্য এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। এতে এলাকায় আতঙ্ক ছড়িতে পড়ে। গভীর রাতে ঘটনা ঘটায় হতাহতের ঘটনা কম হয়েছে। দিনে এমন ঘটনা ঘটলে হত্যাহতের ঘটনা আরও ঘটতে পারতো।

জানা যায়, রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।

আজ (৮ জুন) দিনগত রাত ১২টার দিকে গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম মো. মনিরুল। তাকে গুলি করেন কনস্টেবল কাউসার আহমেদ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‌‘সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এ ঘটনায় পথচারী আহত হয়েছে বলে শুনেছি।’

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি নিক্ষেপকারী পুলিশ সদস্য মানসিক বিকারগ্রস্ত।এ বিষয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, ‌‘গুলশান কূটনৈতিক এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে পুলিশ সদস্য। আমরা এমন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাচ্ছি।

আমাদের ফেসবুক পেইজ