সরকারের কাছে কৃষিবান্ধব বাজেটের আকুতি কৃষিকে বাঁচাতে


Buriganga News প্রকাশের সময় : জুন ১২, ২০২৪, ১:২৩ অপরাহ্ন /
সরকারের কাছে কৃষিবান্ধব বাজেটের আকুতি কৃষিকে বাঁচাতে

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : এবারের প্রস্তাবিত বাজেটে কৃষি নির্ভর রংপুর অঞ্চলের জন্য আলাদা বরাদ্দ না পেয়ে হতাশ সাধারণ মানুষ। অভিযোগ কৃষি শিক্ষা ও তিস্তাকে ঘিরে প্রত্যাশার কিছুই পাননি তারা। বাজেটকে প্রত্যাখ্যান করেছে উত্তরের কৃষক নেতারা। ব্যবসায়ীদের অভিযোগ সঠিক নেতৃত্বের অভাবে বৈষম্যের শিকার তারা।

কৃষি সমৃদ্ধ অঞ্চল রংপুর। সবুজের ওপর ভর করে নিরন্তর এগিয়ে যাওয়ার চেষ্টা এখানকার কৃষকদের।

কৃষিকে বাঁচানোর আকুতি এ অঞ্চলের মানুষের। সরকারের কাছে কৃষিবান্ধব বাজেট চায় কৃষক। ন্যূনতম বরাদ্দও না পেয়ে হতাশ কৃষক নেতারা।

ব্যবসায়ী নেতাদের অভিযোগ, সংশ্লিষ্টদের অবহেলা আর সঠিক নেতৃত্বের অভাবেই বরাবর পিছিয়ে পড়ছে রংপুর।

বাজেট সংশোধনীতে উত্তরকে এগিয়ে নিতে কৃষি, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও শিল্পায়নের জন্য বিশেষ বরাদ্দ চায় রংপুরবাসী।

আমাদের ফেসবুক পেইজ